হোম » জাতীয় » প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ধুনটে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ধুনটে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা 

এম এ রাশেদ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ৭টি জেলা ও ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার আওতায় বগুড়া জেলার ধুনট উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (২২ই মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ধুনট উপজেলা পরিষদের সভাকক্ষে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ধুনটে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ০৫ আসনের (শেরপুর – ধুনট ) এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক দিনেশ সরকার, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকন, পৌর মেয়র এজিএম বাদশা, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন ধুনট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ ফেরদৌস আলম। গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক বাচ্চু, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন জুয়েল, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু, ধুনট প্রেস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল আলম, ধুনট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ, সাংবাদিক মোঃ মাসুদ রানাসহ উপজেলার সকল কর্মকর্তা ও রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।
ইউএনও সঞ্জয় কুমার মহন্ত জানান, ২২ মার্চ বগুড়া জেলার ধুনট, কাহালু, শাজাহানপুর, শিবগঞ্জ ও সোনাতলা উপজেলাকে চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে ।
ধুনট উপজেলায় চতুর্থ পর্যায়ে নির্মিত ২৮টি পাকা বাড়ি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়।
গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধমে এসব বাড়ি হস্তান্তরের উদ্বোধন করেন।
ইউএনও আরো জানান, এপর্যন্ত ধুনট উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য মোট ৩৯৯টি পাকা বাড়ি নির্মিত হয়েছে।
error: Content is protected !!