হোম » প্রধান সংবাদ » চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত

চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত

আওয়াজ অনলাইন : চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২০ এপ্রিল) রাত ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

ভলকানো ডিসকভারি জানায়, ৩.৭ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে আঘাত হানে। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১০টা ৪৬ মিনিটে মৃদু ভূমিকম্পটি অনুভূত হয়।

জানা গেছে, মৃদু ভূমিকম্পটির অবস্থান ছিল ভারত সিমান্ত থেকে ৩৪ কিলোমিটার ও মিয়ানমার থেকে ৬৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্রে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে, গত ১৮ এপ্রিল রাত ১১টা ১৪ মিনিটে জাপানের কিয়োসু ও শিকোকু দীপপুঞ্জের মধ্যবর্তী স্থানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

error: Content is protected !!