হোম » সারাদেশ » ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ বাস কোম্পানিকে জরিমান

ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ বাস কোম্পানিকে জরিমান

মোঃ মনির হোসেন, চাটখিল প্রতিনিধিঃ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাড়া নির্ধারণ, ফিটনেস ও নবায়নযোগ্য কাগজ পত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় তিন বাস কোম্পানিকে আর্থিক জরিমানা করা হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর শহর চাটখিল বাজারের মেইন সড়কে ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে চাটখিল বাস স্ট্যান্ড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় গাড়ির ফিটনেসের কাগজপত্র নবায়ন না করায় ৩ টি বাস কোম্পানিকে (জননী, হিমালয়, আল বারাকা) ১০ হাজার টাকা এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ জন সিএনজি চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঢাকাগামী বাসসমূহের ভাড়া ৫০০ টাকা নির্ধারন করে দিয়ে মুচলেকা গ্রহন করা হয়েছে।

এসময় মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান, বিআরটিএর ইন্সপেক্টর ও তার টিম, চাটখিল থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

error: Content is protected !!