লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে লোহাগাড়া থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার নয়ারপাড়া এলাকার শামশুর রহমানের পুত্র মোঃ শফি (১৯) এবং একই এলাকার নূর মোহাম্মদের পুত্র মোঃ রিদুয়ান (১৮)।লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) জাকের হোসাইন মাহমুদ জানান,
গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয় । এসময় মাইক্রোবাস থেকে দুজনকে আটক করা হয় ।এদিকে একইদিন মামলা রুজু করে সকাল সাড়ে ১১টায় তাদেরকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন
৬১৯ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
জয়পুরহাটে নিকাহ রেজিস্টারদের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
দুই বাচ্চার মারামারি, ডেকে নিয়ে শিশু ফেহাকে হ’ত্যা করে সেন্টু