হোম » প্রধান সংবাদ » ভালুকায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগীদের অনুদানের চেক বিতরণ।

ভালুকায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগীদের অনুদানের চেক বিতরণ।

আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ,ভালুকা, প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ক্যান্সার, কিডনী,লিবার সিরোসিস,স্টোকে প্যারালাইড, জন্মগত হৃদরোগ এবং থেলমোসিয়া রোগে আক্রান্ত ব্যাক্তিদের মাঝে ভালুকা উপজেলা সমাজসেবা কাযার্লয় কর্তৃক বাস্তবায়িত অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করা হয়।উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

 

এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল,পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ওমর হায়াৎ খান নঈম,উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন,উপজেলা কৃষকলীগ সহ সভাপতি শরিফুল ইসলাম খান,সংসদ সদস্যের একান্ত সচিব,সাবেক জেলা ছাত্রলীগের অন্যতম নেতা,সৌমিত্র চক্রবর্তী নিপুন প্রমূখ।চেক বিতরণ অনুষ্ঠানে ক্যান্সারে আক্রান্ত ২৫ জন রোগীর মাঝে ৫০ হাজার করে মোট সাড়ে ১২ লক্ষ টাকার চেক,প্রতিবন্ধি ১১০ জনকে ১ হাজার টাকা করে মোট ১লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরন করা হয়।এবং চার জন হিজরাকে সামাজিক নিরাপত্তার আওতায় মাসে ৬শত টাকা করে প্রদান করার লক্ষে হিজরা ভাতার বই বিতরণ করা হয়।

Loading

error: Content is protected !!