হোম » প্রধান সংবাদ » শিবগঞ্জে পল্লীবন্ধু এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী পালন

শিবগঞ্জে পল্লীবন্ধু এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী পালন

কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে পল্লীবন্ধু এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা জাতীয় পার্টি অফিসে উপজেলা জাতীয়পার্টি আয়োজনে জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ এর ১ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশার
সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

পরে শিবগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব শাহিন‚র ইসলামের সঞ্চালনায় পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে উপজেলা জাতীয়পার্টি সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাঁর বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নেতা এরফার আলি, নজরুল ইসলাম বাসু, আঃ মোত্তালিব, বাদশা মিয়া, নান্নু মন্ডল, হাফিজুর রহমান, দুলাল, জহুরুল, যুবসংহতি নেতা ফজলুর বারী, ছাত্র সমাজের গোলাম মেস্তফা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!