হোম » সাহিত্য » কবিতা : জাগো মুসলিম

কবিতা : জাগো মুসলিম

জাগো মুসলিম
মোঃ আসাদুজ্জামান বাচ্চু
আশি লাখ ইহুদীর  ভয়ে আজো
দুইশ’ কোটি মুসলিম ভীত,
ভেবে দেখ একবার জাগ্রত বিবেকে
হে মুসলিম,তুমি মৃত নাকি জীবিত ?
তুমি মক্কায় যাও,মদিনায় ঘুরো
চুম্বন করো হাজরে আসওয়াদ,
ভাই হয় খুন,বোন হয় ধর্ষিতা
শুনো না মায়ের গভীর আর্তনাদ ?
গাজা অঞ্চলের পূণ্যভূমিতে যেথা
দুই লক্ষ পয়গম্বর হলো সেজদায় নত,
তোমরা মুমিন ওমরের উত্তরসূরী
মার খাবে সেথায় নিত্য অবিরত ?
ভিন্ন ভিন্ন শরীর তবুও একই একিন
একই রক্ত তোমার শিরায় শিরায় বহে,
এমন জুলুম নির্মম অত্যাচার
কেমন করে তোমার প্রাণেতে সহে ?
তসবীহ রাখো জোব্বা ছাড়ো
বর্ম পরে হাতে নাও তলোয়ার,
কোটি কোটি কন্ঠ সমস্বরে বলো-
ইহুদী-বেদুইন সাবধান হুশিয়ার।
error: Content is protected !!