মাছিগুলো
সতীশ রাঠী (ইন্দোর)
রাস্তা দিয়ে চলতে চলতে একটা ভবঘুরে লোক হটাত মাটিতে পড়ে গেল।
“আ……রে …রে! এতো স্বর্গ যাত্রা করল, মনে হচ্ছে।” ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠল।
“মনে হচ্ছে লু লেগে মরে গেছে” আরেকজন বলল।
“দূর! লু লেগে কেউ মরে নাকি? মনে হচ্ছে কয়েকদিন অভুক্ত ছিল!” তৃতীয় জন বলল।
“ঠিকই বলেছ! এইসব লোক খাবার খেতে পায় না তো।” সহানুভূতি স্বরে চতুর্থ জন বলল।
ওই চিত হয়ে পড়ে থাকা লোকটার চারপাশে মাছির মতো লোক ঘিরে ধরল। হটাতই লোকটার মুখ দিয়ে অস্ফুট স্বরে ‘আঃ’ শব্দটা বেড়িয়ে এলো।
“আরে এতো বেঁচে আছে!” ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল।
“মনে হচ্ছে খুব মদ খেয়েছে, বদমাশ।” একজন বেশ দৃঢ় ভাবে বলল।
“আমার মনে হচ্ছে, গুন্ডা হতে পারে। এখান থেকে সরে পরাই ভালো” বলে ভিড় ঠেলে সে বেড়িয়ে আসার চেষ্টা করল।
তারপর মাছির ভনভনানি কম হতে হতে রাস্তা ফাঁকা হয়ে গেল।
আরও পড়ুন
রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুরের বিরুদ্ধে শ্লীলতাহানি’র অভিযোগ
৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান
নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগে আ.লীগ প্রার্থীর দুঃখ প্রকাশ