হোম » আইন-আদালত » দাগনভূঞায় স্কুল খোলা রাখায় ২৮ হাজার টাকা জরিমানা

দাগনভূঞায় স্কুল খোলা রাখায় ২৮ হাজার টাকা জরিমানা

মোঃআবদুল মুনাফ পিন্টু: করোনা মহামারিতে সরকারি আদেশ অমান্য করে দাগনভূঞা উপজেলার সিলোনিয়া চিলড্রেন গার্ডেন, সিলোনিয়া মডেল মাদ্রাসা ও রঈছা রহমানিয়া কোরআন মাদ্রাসা খোলা রাখা হয়। খোলা রেখে ক্লাস নেয়ায়  কর্তৃপক্ষকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) গাজালা পারভীন রুহি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) গাজালা পারভীন রুহি জানান, শিক্ষা প্রতিষ্ঠানটি খোলা রেখে ক্লাস চালানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। সরকারি আদেশ অমান্য করে স্কুল খোলা রাখায় চিলড্রেন গার্ডেন কিন্ডারগার্টেনকে ১০ হাজার, সিলোনিয়া মডেল মাদ্রাসাকে ৮ হাজার এবং রঈছা রহমানিয়া কোরআন মাদ্রাসাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান পরিচালনা অবহৃত থাকবে।
error: Content is protected !!