জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় শহরের জননি অডিটোরিয়ামে গণমানুষের আওয়াজ স্বজন সমাবেশ এর আয়োজন করে। যেখানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন। এসময় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল হক মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মোল্লা, এখন টিভি ও আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি আব্বাস আলী, উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদের মহাসচিব অধ্যক্ষ আব্দুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউল, পত্রিকার এজেন্ট জাকের আলী, সদর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও বিজয় টিভির নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন। পরে কেক কাটা অনুষ্ঠিত হয়। এই সময় মোহনা টিভির জেলা প্রতিনিধি মাহমুদুন নবীসহ অন্যান্য গণ্যমান্য ও সুধিজনরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন বলেন- ‘কাজ করতে গেলে ভুল হবেই। খারাপ দিক ভুলে গিয়ে আমাদের ভালকে গ্রহন করতে হবে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করছে। আর এ সংবাদ আমরা ঘুরে বসে পড়ছি বা দেখছি। সমাজকে ভাল রাখতে হলে পত্রিকার গুরুত্ব অনেক। পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন
তিনি।
আরও পড়ুন
পীরগঞ্জে সরকরি জমি দখলের পায়তারা, ৫৮ জনের নামে মামলা
দাগনভূঞায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বগুড়ার আদমদীঘিতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু