হোম » সারাদেশ » বগুড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বগুড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রায়হানুল ইসলাম, বগুড়া (সদর)প্রতিনিধি: বগুড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ এর সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে বগুড়া সদর প্রতিনিধি রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে ১৯ মার্চ রবিবার সকাল ১১ টায় খান্দারস্থ অফিসে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি , সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মমিনুর রশীদ তালুকদার শাহীন।
পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মান উন্নয়নে সাংবাদিক জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে, সৎ সাহসিকতা সম্পন্ন মানুষদের দেশ জাতির কল্যাণে সাংবাদিকতায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। পরে তিনি প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বগুড়ার সভাপতি আশরাফুল আলম রহিত, শিবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা জাহান, বিশিষ্ট সমাজ সেবক সোহাগ হোসেন, বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা কমিটির সদস্য শমশের নুর খোকন, খাজা রতন, হাকীম ছামিউল ইসলাম রনি, নুরনবী রহমান, ইমরানুল হক ইমরান, মমিনুর রহমান, আব্দুল আকিম, ফারুক শেখ রুবেল, এরশাদ হোসেন, রানা মাহমুদ সোহেল, পরিমল চন্দ্র প্রামানিক, আরিফুর রহমান, সাইফুল ইসলাম, শাহীন হোসেন প্রমূখ।
উল্লেখ্য ,একই দিন বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় উল্লেখিত অতিথিদ্বয় উপস্থিত থেকে কেক কর্তন করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!