হোম » সারাদেশ » লালমনিরহাটে আগাম জাতের শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে

লালমনিরহাটে আগাম জাতের শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে

Exif_JPEG_420

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ইতিমধ্যেই আগাম জাতের শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে। অধিক লাভের আশায় লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বিস্তীর্ণ এলাকায় এবার আগাম জাতের শীতকালীন শাক-সবজি চাষ ও পরিচর্যা করতে ব্যস্ত সময় কাটাচ্ছে অধিকাংশ কৃষক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, লালমনিরহাট জেলার বিভিন্ন গ্রামে কৃষকরা প্রতি বছরের ন্যায় এবারও অধিক লাভের আশায় শীতকালীন শাক-সবজিসহ মসলা জাতীয় ফসলের ব্যাপক চাষ নতুন উদ্যোমে শুরু করেছে।
জানা গেছে, গ্রীষ্ম ও শীতকালীন শাক-সবজি মাঠ থেকে ঘরে তোলার পূর্ব মুহুর্তে ভয়াবহ বন্যার কবলে পড়ে সম্পূর্ণ রূপে পচে নষ্ট হয়। ফলে অধিকাংশ কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত বছরের ওই ক্ষতি পুষিয়ে নিতে এ বছর আগাম থেকে শীতকালীন সবজি চাষ করতে কৃষক উদ্বুদ্ধ হয়েছেন।
শাক-সবজি মোঃ আব্দুর রহমান, মোঃ হযরত আলী, মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক চাষীরা বলেন, এবার আবহাওয়া অনুকুলে থাকায় করলা, পটল, বেগুন, শীম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও মসলা জাতীয়সহ শীতকালীন শাক-সবজির চাষ ইতিমধ্যে শুরু করেছে। আশা করি এসব সবজির কাঙ্ক্ষিত ফলন ও বাজার দর ভালো হবে।
উল্লেখ্য যে, অল্প কিছু দিনের মধ্যেই আগাম জাতের শীতকালীন সবজি হাট-বাজারে বিক্রয় শুরু হবে। কৃষকরা এবার লাভের মুখ দেখবেন।
error: Content is protected !!