এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার মাটিডালি মোড় এলাকা থেকে ৩৯ বোতল (৩.৯ লিটার) ফেন্সিডিল-সহ সামিউল হক নামে এক মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২০ জুলাই) বিকাল ৪ঃ৩০ মিনিটে বগুড়া সদরের মাটিডালি মোড়ে মাহাথির হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী ৩৮ বছর বয়সী মোঃ সামিউল হক কুড়িগ্রাম জেলা সদর উপজেলার কাগজিপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে।
র্যাব-১২, বগুড়া পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। র্যাব-১২ বগুড়ার স্কোয়াড্রন লীডার (কোম্পানী কমান্ডার) মোঃ তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাটিডালি মাহাথির হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে কুড়িগ্রাম হতে ঢাকাগামী বাসে মাদক বহন কারি সামিউল কে গ্রেফতার করা হয়, এবং মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
নাটোরের নলডাঙ্গায় বিনা মুল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন
রোহিঙ্গা শিবিরে আরসা, আরএসও’র দুই সদস্য খুন
নির্বাচন না হলে বাংলাদেশের অবস্থা পাকিস্তান কিংবা আফগানিস্তানের মত হবে…হাফিজ এমপি