হোম » সারাদেশ » নারীদের নিরাপত্তার জন্য নারী-পুরুষ সকলকেই সচেতন থাকতে হবে

নারীদের নিরাপত্তার জন্য নারী-পুরুষ সকলকেই সচেতন থাকতে হবে

নিজস্ব প্রতিবেদকঃ আওয়াজ ফাউন্ডেশন এর আয়োজনে, সিডা ও মানুষের জন্য ফাউন্ডেশন(MJF) এর সহযোগিতায় চট্টগ্রামে যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “Strengthen Civil Society and Public Institutions to Address Combating Gender Based Violence’’ প্রজেক্টের কার্যক্রম নিয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের সাথে নারীর প্রতি সহিংসতা কমানো ও সংবেদনশীল করে তুলতে গত ২২ নভেম্বর ২০২১ ইং তারিখ, রোজঃ সোমবার একটি সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বায়েজিদ বোস্তামি থানার সাব ইন্সপেক্টর শাম্মি আক্তার মিতু, পাঁচলাইশ থানার এএস আই, সালমা আক্তার, ডবল মুরিং থানারঃ ভিকটিম সাপোর্ট সেন্টারর ইন্সপেক্টর রোজিনা খাতুন, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক মোঃ ইয়াসিন আলি, সিটি কর্পোরেশনের সচিব মোঃ শহিদ আক্তার, লিগ্যাল এইডের অফিস এসিসট্যান্ট মোঃ এরশাদুল ইসলাম, আওয়াজ ফাউন্ডেশনের নির্ধারিত কারখানা ক্লিফটন এপারেলস লিঃ এর এইচ আর ডেপুটি ম্যানেজার কামরুন নাহার, ফ্রাংক এপারেলস লিমিটেড এর এইচ আর ডি রাকিবুল আলম, ফোর এইচ গ্রুপ গ্লিটার ফ্যাশন এর এইচ আর এন্ড কমপ্লায়েন্স জেসমিন আক্তার, আরজেএস এপারেলস ওয়েলফেয়ার অফিসার রুমানা আক্তার, ইউনিয়ন এর সদস্যবৃন্দ, যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, স্বনামধন্য এন জিও প্রতিনিধি, সাংবাদিক , স্থানীয় সম্মানিত নাগরিকগণ এবং উক্ত প্রজেক্ট সংশ্লিষ্ট আওয়াজ ফাউন্ডেশন এর কর্মকর্তাবৃন্দ ।

কর্মক্ষেত্রে, গৃহে, রাস্তায় যৌন হয়রানি বন্ধ করা এবং কারখানায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যমে তৈরি পোশাক খাতে নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার লক্ষ্যে এই সংলাপে উপস্থিত সকলে অংগীকারবদ্ধ হয়। নির্ধারিত কারখানা সমূহের সুবিধাভোগী ও সকল নারীদের বিরুদ্ধে যেকোনো নির্যাতন প্রতিরোধ করতে উপস্থিত সকল সম্মানিত দায়িত্বশীল কর্মকর্তাগণ অধিক সহযোগিতা এবং সমাধান করার প্রতিশ্রুতি দেন।

error: Content is protected !!