হোম » শিরোনাম » দ্রব্যমূল্য বৃদ্ধি, বর্ধিত কর ও ফি বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন

দ্রব্যমূল্য বৃদ্ধি, বর্ধিত কর ও ফি বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন

সিলেট থেকে: নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য কমাও, জনগণ বাচাঁও, সিলেট সিটি কর্পোরেশনের সেবার মান বাড়াও, নগর বাসীর ব্যয় কমাও এই শ্লোগান কে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট জেলা ও মহানগর জাসদের উদ্যোগে মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা জাসদের সংগ্রামী সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে এবং মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, জেলা জাসদের অন্যতম নেতা মহিউদ্দিন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব চৌধুরী, মহানগর জাসদের পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, মহানগর জাসদের সাংগঠনিক সম্পাদক তবারক হোসেন, মহানগর জাসদের দপ্তর সম্পাদক মাহমুদুল হক চৌধুরী, মকবুল হোসেন, শহিদুল ইসলাম স্বপন, জেলা জাসদের পরিবেশ বিষয়ক সম্পাদক মকুল আহমদ প্রমূখ।

সভাপতির বক্তব্যে লোকমান আহমদ বলেন, বৈশ্বিক মহামারীর প্রকোপে দেশের অর্থনীতি এখন বিপর্যস্থ এমতাবস্থায়সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ পানির মূল্য বৃদ্ধি করেছেন, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির পাঁয়তারা করছেন, এই সব মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করে সিটি করপোরেশনের সেবার মান বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জোর দাবী জানান। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করে দেশ- জনগণ ও দেশের অর্থনীতি রক্ষা করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

error: Content is protected !!