হোম » সারাদেশ » ‘সরিষাবাড়ীতে কোন লুটপাট করতে দিব না’ ভাটারা সমিতির সংবর্ধনায় অধ্যক্ষ আবদুর রশীদ এমপি

‘সরিষাবাড়ীতে কোন লুটপাট করতে দিব না’ ভাটারা সমিতির সংবর্ধনায় অধ্যক্ষ আবদুর রশীদ এমপি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শিক্ষাবিদ আলহাজ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদকে সংবর্ধনা দিয়েছে ভাটারা সমিতি।

শনিবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় ভাটারা স্কুল মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকাস্থ ভাটারা সমিতির
সভাপতি মোঃ আবুবকর সিদ্দিকএর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তেঁজগাও থানা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ আলহাজ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ এমপি।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন উল্লেখ করে প্রধান অতিথি বলেন, আমি এমপি হিসেবে দৃশ্যমান উন্নয়নে ভূমিকা রাখবো। সরিষাবাড়ীর ৮৫% কাঁচা রাস্তা গুলোতে গত ৫ বছর কোন মাটি পড়ে নাই। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আগামী ৩ মাসের মধ্যে দৃশ্যমান মাটি কাটা শুরু হবে। প্রকল্পের অর্থ আমি লুটপাট করতে দিব না।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তেজগাঁ কলেজের অধ্যক্ষ ড. হারুন অর রশীদ। উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক
তারিকুল ইসলাম নিটোলএর সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌরসভার মেয়র মোঃ মনির উদ্দিন, ব্যারিষ্টার
হাসিব সিদ্দিক, আলহাজ মোঃ রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ গণি, সদস্য এডভোকেট শহিদুর রহমান, মোঃ আবু
হাসান, ভাটারা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আঃ মান্নান, ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল ফকির, পোগলদিঘা ইউনিয়ন
আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শামস উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবদুর
রশীদ এমপি আরও বলেন, লক্ষ করবেন রাস্তায় রাস্তায় মাটি কাটতেছে।

তখন মনেমনে হাসবেন, কেন ৫বছর মাটি কাটা হলোনা। তিনি কারো নাম উল্লেখ না করে বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি, আপনার দুই ইউনিয়নে ৪০ দিনের
(হতদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী প্রকল্প) কোন কাজ হয় নাই। তিনি নতুন করে কাজ করার পর বিল প্রদানের নির্দেশ দেন। শ্রমিকদের মজুরী তাদের মোবাইল সিমের টাকা তাদের কাছে পৌছাতে হবে বলে জানান।

তিনি স্পষ্ট ভাষায় বরেন, আমি নিজে লুটপাট পছন্দ করিনা, লুটপাট আমি করতে দেব না। এ সময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading

error: Content is protected !!