হোম » জাতীয় » রেমালের তাণ্ডব: ৭ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত বরগুনার ২০ গ্রাম

রেমালের তাণ্ডব: ৭ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত বরগুনার ২০ গ্রাম

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরগুনা জেলার পায়রা ও বিষখালী নদীর তীরবর্তী ২০টি গ্রাম ৫ থেকে ৭ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে সর্বশেষ এ তথ্য জানা যায়।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে জেলার পায়রা ও বিষখালী নদীর তীরবর্তী ২০টি গ্রাম ৫ থেকে ৭ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। এছাড়া বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী ও বেতাগী উপজেলায় ২ হাজারেরও বেশি গাছপালা  উপড়ে পড়েছে এবং শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

তবে জেলার কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিদ্যুৎ এলে আস্তে-আস্তে ক্ষয়ক্ষতির বিস্তারিত চিত্র পাওয়া যাবে। জেলাজুড়ে এখনো দমকা হাওয়াসহ মুষলধারে বৃষ্টি হচ্ছে।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল থেকে জেলায় বিদ্যুৎ নেই, তাই ইন্টারনেট নেই, মানুষজনের সেলফোনের চার্জও শেষ হওয়ার দিকে।

-আওয়াজ অনলাইন-

Loading

error: Content is protected !!