আওয়াজ অনলাইন: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে নেইমারের ক্লাব আল হিলাল। উজবেকিস্তানের নববাহরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
কিং ফাহাদ স্টেডিয়ামে আক্রমণাত্মক খেললেও গোল পোস্টের সীমানায় খেই হারিয়ে ফেলে আল হিলাল। মাঝ মাঠ দখলে রেখে প্রথমার্ধে একাধিক সুযোগ পায় দলটি। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি।
নিজেদের মাঠে দ্বিতীয়ার্ধের শুরুতে দেখতে হয় মুদ্রার উল্টো পিট। স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে এগিয়ে যায় নববাহর। নির্ধারিত সময় পর্যন্ত এগিয়েই ছিল তারা।
তবে, যোগকরা সময়ে আল হিলালের পক্ষে গোল করেন আলী আলবুলায়হি।
আরও পড়ুন
কিউইদের বিপক্ষে নামছে বাংলাদেশ, বৃষ্টির শঙ্কা
আন্তঃবিভাগ ডিবেট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ইকোন এলিট ও চারুলতা
ভালুকায় উৎসব মুখর পরিবেশে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম বয়েজ ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত