আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী তীরে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুগ্ধ হয়েছেন কয়েক হাজার ক্রীড়ামোদী দর্শক।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাসুর স্বপ্ননগর মধুমতি নদীর তীরে জমজমাট এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় আলফাডাঙ্গা উপজেলার চান্দড়া ফুটবল একাদশ বনাম লোহাগড়া উপজেলার নওখোলা ফুটবল একাদশ অংশ নেয়। খেলাটি শুরু হয়ে নির্ধারিত সময়ে উভয় দলের মধ্যে ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হলে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৫-৪ গোলে চান্দড়া ফুটবল একাদশ নওখোলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এদিকে মধুমতি নদী তীরের সুবিস্তীর্ণ মাঠে মনোমুগ্ধকর এক পরিবেশে খেলোয়ারদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক।
ফাইনাল খেলায় কাতলাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মশিয়ার মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান। স্থানীয় যুবসমাজ কর্তৃক আয়োজিত খেলায় উদ্বোধক ছিলেন, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম দেলোয়ারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর শুকুর মোল্যা, বুড়াইচ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহমুদ ফাইজুল্লাহ্ রানা, গোপালপুর ইউপি সদস্য শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম বাবর, উপজেলা যুবলীগ নেতা নওফেল আহমেদ ও বানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক প্রমুখ। সমগ্র খেলাটি পরিচালনা করেন, আব্দুল কাদের তুহিন।
পরে খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল ও রানারআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
আরও পড়ুন
একাদশে পরিবর্তন নিয়ে সকালে মাঠে নামছে ব্রাজিল
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন আলি
ফ্রান্সকে হারিয়ে শুভসূচনা করল ইতালি