হোম » অন্যান্য বিভাগ » চন্দনাইশে বিরল প্রজাতির হনুমান উদ্ধার, পাচারকারীর কারাদণ্ড

চন্দনাইশে বিরল প্রজাতির হনুমান উদ্ধার, পাচারকারীর কারাদণ্ড

মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে বাসে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির একটি চশমা হনুমান উদ্ধার করেছে পুলিশ। এ সময় হনুমানটি পাচারের অভিযোগে মো: জসিম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার জসিম উদ্দিন চকোরিয়ার সামসুল আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চন্দনাইশ থানা পুলিশ নিয়মিত টহলকালে ওই বাসে তল্লাশি চালানো হয়। বাসের একটি ব্যাটারি বক্সে লুকানো অবস্থায় হনুমানটিকে পাওয়া যায়।

এ ঘটনায় প্রথমে পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জসিমকে বিরল প্রজাতির হনুমান পাচারের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক মো: আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া হনুমানটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

error: Content is protected !!