হোম » সারাদেশ » হাতীবান্ধায় সংসদ সদস্য ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

হাতীবান্ধায় সংসদ সদস্য ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ৫ম বারে নির্বাচিত সংসদ সদস্য, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।
হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের প্রাঙ্গনে বৃহস্পতিবার সকালে এ সংবর্ধনা নবাগত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম এলাকা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। এ সময় তিনি  শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা মুলক পরামর্শ দিয়ে বলেন, ভাল ছাত্র হওয়ার সাথে একজন ভাল মানুষ হওয়া জরুরী।
বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সাথী, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মো: তারিকুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন সহ আরোও অনেকে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক কাজী আলতাব হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবাহান। সংবর্ধনা অনুষ্ঠান শেষে আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নবীন বরন ও অতিথিদের হাতে ক্রেস্ট তুলেদেন শিক্ষক বৃন্দ।

Loading

error: Content is protected !!