হোম » সাহিত্য » সাবেকে আবেগ

সাবেকে আবেগ

*সাবেকে আবেগ*

মোঃ শামীম রেজা
………………………

কবে কোথায় কি রেখেছিলাম অজান্তে
ভাঙ্গাচোরা স্পর্শে,তোমাকে বলা হয়নি।
অদ্ভুত মেলোডি ছিল দিন গুলোতে,
জীবনের স্বপ্ন শিহরণ জমানো ছিল হৃদয়ে স্পর্শ করা মুহূর্তগুলো কথার বৃষ্টিতে ভিজত।
জন্ম জন্মান্তর পেরোনো আদিগন্ত আকাশ
কখনো কখনো না বলা ঠিকানার খোঁজে
চেরাপুঞ্জির আকাশ ভরে আনতো মুঠো স্বপ্নে।
মুখ ছুঁয়ে যাওয়া মেঘেদের গোলাপ গোধূলি
কত ভালো লাগায় ভরিয়ে রাখতো বিকেল।
হাটখোলা অপলক আকাশ দেখতো, হৃদয়
মহুয়ার মাতাল নেশা ভরিয়ে দিত সাঁঝসকাল।
জানো এক একবার ভেবেছি ছুট্টে যাই কাছে
যে যাই বলুক,কি এসে যায়,নিয়ম ভাঙ্গি যদি
প্রকাশ্যে, চেনা নিয়মে দেখে শুনে,কি হবে?
বড়জোর সময় থমকে যাবে,নিয়মটা বদলাবে।
পারিনি জানো ,শব্দ করে নিস্তব্ধতা ভাঙ্গতে
ভেতরে থাকা হৃদয়ের তারগুলো বেসুরো সুরে
বিচ্ছেদের গল্প শুনিয়ে গেছে,আন্তরিক রণনে
বিশ্বাস করো বা নাই করো কিছু কিছু কষ্ট
কিছু কিছু মুহূর্তের সত্যি ব্যাখ্যা করা যায় না।
আমিও পারিনি বলতে কখন হৃদয় স্পর্শ করে
স্পর্শকাতর হয়ে পড়েছি,ভুল গুনেছি।
উপরে আকাশ নীচে বিস্তর অভিযোগ ভূমি
মাঝখানে দাঁড়ানো হিসেবের চেনা রোদ্দুর
তবুও চেনা যক্ষের মত অনুভূতি আঁকড়ানো।
জানি বলবে নেহাত পাগলামি,অবুঝ ঘুম
জেগে থাকা বাসি স্বপ্নেরা ছাড়াছাড়ি করে
কত নিবিড় সম্পর্কের কলঙ্ক এঁকেছে,
বুঝতে কি কিছুই পারোনি,না চাও নি কখনো?
তবে তাই হোক, সাজানো থাক সুখমহল
ভালো আছ কিনা জানাজানিটুকু তোলা থাক
বিষয়ের একান্ত গভীর খোঁজে,সুখী কৌপিণে।
একদিন যদি কখনো চাঁদ কলঙ্ক ছাড়ে,নিয়মে
কাঁচভাঙ্গা শিশির ছড়িয়ে যায় সাত মহলায়,
সেদিন অনাচ কানাচ ঘুরে খুঁজে নিও আমায়।
দেখো ,খোলা দরজা নিয়ে দাঁড়ানো আমি
হুবহু চেনা পলাশের মত রঙ মেলা পাঁপড়িঘ্রাণ
সমুদ্র মেখলার চিঠিতে, সম্মানিত অপেক্ষায় ।
মনে যদি করো সেদিনই ধুয়ে দিও, এ প্রেম
একহাত কফিনের উপর শুইয়ে দিও বড় যত্নে,
কুঁড়িয়ে রাখা যত্ত অভিমান ফুল ছড়াবে প্রাণে
চিরশান্তির প্রেম, ঘুমোবে মমিত্বের আখ্যানে।

error: Content is protected !!