আওয়াজ অনলাইন: দেশের বরেণ্য গীতিকবি, চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার ও সংগীতশিল্পী ফরিদা পারভীন। সংগীতে বিশেষ অবদানের জন্য তাদের আজীবন সম্মাননা দিয়েছে জি-সিরিজ।
অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রতিষ্ঠার চার দশক পূর্ণ করেছে। চার দশক পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি রোববার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে।
জি-সিরিজের ৪১ বছর পদার্পণ উপলক্ষে সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য আজীবন সম্মাননা (মরণোত্তর) পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনিকার গাজী মাজহারুল আনোয়ার এবং একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন।
এর আগে জি-সিরিজ থেকে আজীবন সম্মাননা পেয়েছেন প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক, গায়ক ও বীর মুক্তিযোদ্ধা লাকী আখন্দ।
১৯৮৩ সালে জি-সিরিজ প্রতিষ্ঠা করেন শিল্প অনুরাগী নাজমুল হক ভূঁইয়া খালেদ। তার মেধা, মনন ও বলিষ্ঠ নেতৃত্বে প্রতিষ্ঠানটি এখন দেশের প্রথম সারির একটি প্রযোজনা সংস্থা হিসেবে সুনামের সঙ্গে এগিয়ে চলছে। দেশের প্রতিষ্ঠিত বহু গীতিকার, সুরকার ও সংগীতশিল্পীর আত্মপ্রকাশ ঘটেছে জি-সিরিজ থেকেই।
আরও পড়ুন
ফেসবুক পোস্টে মৌসুমীকে শুভেচ্ছা জানালেন ওমর সানী
বেনারসের হোটেলকক্ষে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু
জেনে নিন নুসরাতের ফিটনেস রহস্য