হোম » প্রধান সংবাদ » নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিনামূল্যে গরু বিতরণ

নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিনামূল্যে গরু বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ক্রসব্রীড বকনা গরু ও উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে ২৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে একটি করে শংকর জাতের বকনা গরু বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত এর

সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এসময় আরো বক্তব্য রাখেন পিডিডিটিএলপি এর প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাস, নন্দীগ্রাম উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. অরুনাংশু মন্ডল অরুণ, উপজেলা ডেইরি

এ্যাসোসিয়েশনের সভাপতি মো: ফরিদ উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. অরুনাংশু মন্ডল অরুণ জানান, পরবর্তীতে গরু প্রতি ১২৫ কেজি খাবার ও এক সেট গোয়াল ঘর তৈরীর সরঞ্জামাদি প্রদান করা হবে।

error: Content is protected !!