হোম » অপরাধ-দুর্নীতি » জামালপুরের দেওয়ানশাহ মাজারের খাদেম সুমন মিয়ার ওপর হামলা

জামালপুরের দেওয়ানশাহ মাজারের খাদেম সুমন মিয়ার ওপর হামলা

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী ভাটারা পারপাড়া গ্রামের দেওয়ানশাহ মাজারের খাদেম সুমন মিয়ার ওপর হামলা চালিয়েছে দর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টায় ভাটারা পারপাড়ায় দেওয়ানশাহ মাজার সংলগ্ন এই হামলার ঘটনা ঘটে। মিয়ার উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৭) বাড়ী যাওয়ার সময় স্থানীয় জামাল উদ্দিনসহ প্রায় ১০ জন পরিকল্পিত ভাবে তার ওপর হামলা চালিয়ে দুই পা ভেঙ্গে ফেলে ও তার শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাত করে বলে পরিবার সুত্রে জানা গেছে। আহত সুমনকে প্রথমে
সরিষাবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। সুমন গুরুত্বর আহত অবস্থায় সে জামালপুর জেনারেল হাসপাতালের ৪র্থ তলায় ভর্তি আছেন। সাধু সংসদ জামালপুর জেলা শাখার জরিপ কর্মকর্তা জেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম সাধু সুমনকে চিকিৎসার তদারিক করেন। সুমন মিয়া জানান, দীর্ঘ ১৭ বছর যাবৎ দেওয়ানশাহ মাজারের খাদেম হিসেবে কাজ করি। মাজারে সহযোগী হিসেবে আমার গ্রামের মৃত মনো মন্ডলের ছেলে জামাল উদ্দিন মাজারে খাদেমের কাজ করেন। অনেক আগে খাদেমের সাথে আমার কথাকটা কাটি হয়। এই ঘটনায় সে আমার বিরুদ্ধে মামলা করে।
সরিষাবাড়ী থানার এসআই মোরশেদ সেই মামলার তদন্তে গেলে মামলার সাথে ঘটনার কোন মিল না পাওয়ায় মামলাটি বাদ দিয়ে দেয়। এসময় জাতীয় সাধু সংসদের চেয়ারম্যান শেখ মকবুল আহম্মেদ শাহী বাবা সৈয়দপুরীও উপস্থিত ছিলেন। এর দীর্ঘ দিন পর গত মঙ্গলবার দিবাগত রাতে জামাল উদ্দিন, জামালের ছেলে সরমান, বড় ভাই আইনাল মন্ডল, আয়নাল মন্ডলের ছেলে ইমরান, মৃতঃ আজিম উদ্দিনের ছেলে সিরাজ, আলী মন্ডলের ছেলে মহির, ও মহাম্মদসহ ১০ জনের একটি দল রাম দা, লোহার রড, লাঠি ও অন্যান্য
দেশিয় অস্ত্রে নিয়ে আমাকে পঙ্গু করার উদ্দেশ্যে হামলা চালায়। হামলার ঘটনায় আমার দুই পা ভেঙ্গে ফেলে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে। এই ঘটনায় সরিষাবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সমুন। অপর দিকে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের তদন্তপূর্বক সঠিক বিচার দাবি করেছেন।
error: Content is protected !!