হোম » প্রধান সংবাদ » ব্রুনাইস্থ বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন

ব্রুনাইস্থ বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট :: ব্রুনাইস্থ বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫০তম বিজয় দিবস উদযাপন করেছে। এসময় জাতীয় সঙ্গীত বাজানো হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে দূতাবাস দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে।

বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিবসটির তাৎপর্য তুলে ধরে দূতাবাসের অভ্যর্থনা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন হতে তেলাওয়াত ও তরজমা, মুক্তি সংগ্রামের দীর্ঘ পরিক্রমায় আত্মত্যাগী সকল শহীদসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশের উত্তরোত্তর উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এরপর দূতাবাসের কর্মকর্তারা বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন।

### SSS

error: Content is protected !!