হোম » প্রধান সংবাদ » ভাটরায় ট্রলির নিচে পড়ে শিশু হোরায়রা বগুড়া  শজিমেক হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে

ভাটরায় ট্রলির নিচে পড়ে শিশু হোরায়রা বগুড়া  শজিমেক হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ   বগুড়ার শেরপুর উপজেলার ভাটরা গ্রামে পাওয়ার টিলারের ট্রলির নিচে পড়ে আবু হোরায়রা (৮) নামে এক শিশু গুরুতর আহত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। সে ভাটরা গ্রামের আব্দুল মান্নান মিস্ত্রির ছেলে।
মান্নান মিস্ত্রি জানায় গত ২ নভেম্বর সোমবার সকাল ১০ টার দিকে একই গ্রামের কুমুরুদ্দিন শেখের ছেলে ট্রলি চালক ফরহাদ হোসেন পাউশ বোঝাই ট্রলি নিয়ে যাওয়ার সময় শিশু হোরায়রা দৌড়ে এসে ট্রলিতে ওঠার চেষ্টা করে। তখন ট্রলির চালক ধমক দিয়ে শিশু আবু হোরায়রাকে ট্রলি থেকে নামিয়ে দেয়। এ সময় আবু হোরায়রা মাটিতে পড়ে গেলে ট্রলি চালক ফরহাদ হোসেন শিশুটির উপর দিয়ে ট্রলি চালিয়ে দূরত্ব চলে যায়।
এতে আবু হোরায়রা গুরুতর আহত হয়। তার ডান পা ভেঙ্গে গুড়িয়ে যায়। কোমরে গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছে। তাকে স্থানীয় শেরপুর হাসপাতালে নেয়া হলে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করা হয়। শিশু আবু হোরায়রা বর্তমানে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তার পায়ে অপারেশন করা হয়েছে। মান্নান মিস্ত্রি আরও জানায় শিশু আবু হোরায়রা গুরুতর আহত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালের বিছানায় কাতরালেও ট্রলি চালক ফরহাদ হোসেন অথবা তার পিতা কুমুরুদ্দিন শেখ সৌজন্য মুলকভাবেও কোন সহযোগিতা করেনি।
error: Content is protected !!