হোম » প্রধান সংবাদ » রৌমারী সীমান্তে ১৫০প্যাকেট ধান বীজ আটক করেছে বিজিবি

রৌমারী সীমান্তে ১৫০প্যাকেট ধান বীজ আটক করেছে বিজিবি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  বর্তমান বাংলাদেশী ধানের বীজ উচ্চফলনশীল এবং সহজলভ্য হওয়ায় চোরাকারবারিরা সীমান্ত এলাকা দিয়ে এই ধান বীজ পাচারে সক্রিয় হয়ে উঠেছে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ১৫০প্যাকেট হিরা-১ ধানের বীজ আটক করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সদস্যরা। আটককৃত ধানের বীজ রৌমারী কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

গত ২৩ অক্টোবর-১০ নভেম্বর পর্যন্ত কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তবর্তী এলাকা গুলো থেকে ৪৫০ কেজি বাংলাদেশী এসিআই কম্পানির হিরা-১ ধানের বীজ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। এব্যাপারে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ বলেন, সীমান্তে সকল ধরনের চোরাচালান প্রতিরোধসহ ধানের বীজ পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি। জামালপুর ও কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

error: Content is protected !!