হোম » প্রধান সংবাদ » জেলা প্রশাসন কর্তৃক কারাবন্দীদের সুরক্ষা সামগ্রী প্রদান

জেলা প্রশাসন কর্তৃক কারাবন্দীদের সুরক্ষা সামগ্রী প্রদান

এম এ কাদির চৌধুরী ফারহান: মৌলভীবাজার জেলা কারাগারের কয়েদিদের করোনাকালীন সংক্রমণ থেকে রক্ষার জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে জেলা প্রশাসন। ২ সেপ্টেম্বর বুধবার মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এসকল সুরক্ষা সামগ্রী জেল সুপার মো আনোয়ারুজ্জামান এর নিকট হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, নেজারত ডেপুটি কালেক্টর মো. আরিফুল ইসলাম এবং সহকারী কমিশনার (গোপনীয়) মো. রফিকুল ইসলাম।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সুরক্ষা সামগ্রী প্রদানের সত্যতা নিশ্চিত করে বলেন, কারাগার পরিদর্শনে গিয়ে দেখলাম তাদের সুরক্ষা সামগ্রীর প্রয়োজন। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় দু’হাজার মাস্ক প্রদান করেছি।

Loading

error: Content is protected !!