হোম » প্রধান সংবাদ » বগুড়া শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়া শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে চৌদ্দ চাকার বাঁশবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-৮১-১৫৪৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা একব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়ক উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে কৈগাড়ী ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস তালুকদার ডিলু জানান, বাইসাইকেল চালককে বাঁচাতে গিয়ে চৌদ্দ চাকার বাঁশবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ট্রাকের ক্যাবিনে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিটি মারা যায়। তবে মৃত ব্যক্তিটি ট্রাকের হেলপারের আত্মিয় বলে লোকমূখে জানা গেছে।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে।

Loading

error: Content is protected !!