হোম » সারাদেশ » সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ১৬ ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ১৬ ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়ন সংলগ্ন সাঙ্গু নদীতে বালুবাহী একটি নৌকা ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।

২৯ মার্চ বিকেল ৪টার সময় আমিলাইষ চর অঞ্চল সংলগ্ন সাঙ্গু নদীতে কাল বৈশাখী ঝড়ের সময় বালু বাহী নৌকা উল্টে গিয়ে আবদুল হামিদ (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছিল। দীর্ঘ ১৬ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত যুবক সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড খইন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের ছেলে।উদ্ধারকৃত যুবকর বড় ভাই মোঃ ইসমাইল ভাইকে হারিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, আমার ছোট ভাই মুলত ট্রাকে বালু লোডের কাজ করত। গত ২৯ মার্চ হঠাৎ কাউকে না জানিয়ে বালু তোলার এক নৌকার মালিকের সাথে বালু তুলতে চলে আসে।

বিকেল ৩ টার সময় কালবৈশাখী ঝড়ের সময় নৌকা উল্টে গেলে দুইজন সাতার কেটে উঠতে পারলেও আমার ভাই নদীর কিনারায় আসতে পারেনি।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান লিডার রহমত উল্লাহ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত চলে এসেছি। নদীতে নিখোঁজ হওয়ায় আমরা চট্টগ্রাম আগ্রাবাদ ডুবুরি দলকে জানিয়েছি। তারা দ্রুত এসে নদীতে তল্লাশি চালায়।

ডুবুরি দল বুধবার প্রায় দু’ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও মরদেহের কোন সন্ধান পাই নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করে। আজ বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযান পরিচালনা করে সকাল ৭ টায় মরদেহের সন্ধান পাই।

আগ্রাবাদ ডুবুরি দলের সাব অফিসার ময়েজ উদ্দীন জানান, গতকাল রাত ঘনিয়ে আসায় উদ্ধার অভিযান স্থগিত করেছি। বৃহস্পতিবার সকালে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করে লাশ উদ্ধার করেছি। প্রয়োজনীয় সব কার্যক্রম শেষ করে লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।

error: Content is protected !!