হোম » সারাদেশ » এবার চিনির দাম বাড়ানো হলো

এবার চিনির দাম বাড়ানো হলো

আওয়াজ অনলাইন: সারাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। দিনকে দিন একটার পর একটা দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়াতে জনজীবন বিপাকে পড়েছে। আজকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, চিনির দাম আরো বৃদ্ধি পেয়েছে।

খুচরা পর্যায়ের প্যাকেটজাত ও খোলা চিনি কেজিতে পাঁচ টাকা বাড়ানো হয়েছে। ফলে পরিশোধিত খোলা চিনি ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনি ১১২ টাকায় বিক্রি হবে।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজারদর বৃদ্ধি, ডলারের বিনিময় হার বৃদ্ধি ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বেড়েছে।

এসব বিষয় বিবেচনা করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বছরের নভেম্বরে খুচরা পর্যায়ে চিনির দাম বাড়ানো হয়েছিল।

error: Content is protected !!