হোম » সারাদেশ » বিশ্বসেরা গবেষকের তালিকায় হাবিপ্রবি’র ৩২ শিক্ষক

বিশ্বসেরা গবেষকের তালিকায় হাবিপ্রবি’র ৩২ শিক্ষক

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষক! এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স সূত্রে জানা যায়, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। আন্তর্জাতিকমানের এ সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে।
এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং-২০২২ এর তালিকায় বাংলাদেশের ২ হাজার ৭৭২ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষক স্থান পেয়েছেন। তালিকায় হাবিপ্রবির সেরা ৫ গবেষকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আফজাল হোসেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ফুড প্রেসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মারুফ আহমেদ। তৃতীয় স্থানে জেনারেল এ্যানিমেল সাইন্স এন্ড নিউট্রিসন বিভাগের অধ্যাপক ড. উম্মে ছালমা, চতুর্থ স্থানে রয়েছেন জেনেটিক্স এন্ড এ্যানিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল গাফফার মিয়া।
৫ম স্থানে রয়েছেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আজিজুল হক। এছাড়াও গবেষণায় বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছেন ক্রোপ ফিজিলিওজি এন্ড ইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ৭ম স্থানে রয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাত হোসেন সরকার, ৮ম স্থানে রয়েছেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলোজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাঈদ, ৯ম অবস্থানে রয়েছেন প্লান্ট প্যাথলোজি বিভাগের অধ্যাপক ড. মো. মহিদুল ইসলাম, ১০ অবস্থানে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. গরিবুল্লাহ শাহ।
এছাড়াও মো. হাসানুজ্জামান, মো. শাহ নূর কবির, মো. সুলতান মাহমুদ, মো. আব্দুল আলিম, আরিফুজ্জামান, মো. আব্দুল আহাদ, মো. হাফিজুর রহমান হাফিজ, এম. আব্দুল্লাহ আল মামুন, মো. মোস্তাফিজুর রহমান, মো. আবু হানিফ, মো. ফেরদৌস মেহবুব, মো. ইয়াছিন প্রধান, এন এইচ এম রুবেল মজুমদার, মো. আতিকুর রহমান, মো. আতিকুল হক, মো. ফারুক হাসান, মো. দুলাল হক, মো. শামীম হোসেন, শরীফ মাহমুদ, মো. নাদিম, মো. রাশেদুল হক, মো. আতিকুল হক তালিকায় স্থান পেয়েছেন।
সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে এ র‍্যাংকিং।
error: Content is protected !!