হোম » সারাদেশ » ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রধান এ্যাডিশনাল আইজিপি’র ফ্যাক্টরি পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ

ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রধান এ্যাডিশনাল আইজিপি’র ফ্যাক্টরি পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ

আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতা ধরে রাখতে শিল্পের প্রসার ঘটানোর বিকল্প নেই।দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে শিল্প কারখানার নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার পাশাপাশি মালিক পক্ষ ও শ্রমিকদের সমন্বয় সাধন করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫।১৮ই এপ্রিল ভালুকা উপজেলার হবিরবাড়ীর স্কয়ারবাড়ীতে অবস্থিত দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলের অডিটোরিয়ামে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫,ময়মনসিংহ ইউনিট কর্তৃক  আয়োজিত এক মতবিনিময় সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর ময়মনসিংহ ইউনিটের সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ মাহাবুবর রহমান,বিপিএম, পিপিএম।উক্ত মতবিনিময় সভায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শিল্পাঞ্চল এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজেএমইএ, বিকে এমইএ, বিটিএমএ এর নেতৃবৃন্দ,শিল্প প্রতিষ্ঠানের মালিক ও মালিক প্রতিনিধি এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় অ্যাডিশনাল আইজিপি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব,সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শীতা ও মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার ফলে বাংলাদেশের অর্থনীতির  চাকা সচল হয়েছে।

এর ফলে বাংলাদেশ বিশ্বের অধিকাংশ দেশের ‍উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হয়ে অচিরেই উন্নত দেশে পরিণত হবে।আরও বলেন,শিল্প সংশ্লিষ্ট সকল পর্যায়ের ব্যক্তিবর্গদের নিজ নিজ জায়গা থেকে সঠিক ভাবে নিজেদের দায়িত্ব-কর্তব্য যথাযথ পালনের পাশাপাশি দেশের শিল্প খাতের উন্নয়নের স্বার্থে একাগ্রচিত্তে কাজ করার আহ্বান জানান।দেশের শিল্প খাতের উন্নয়ন ও সমৃদ্ধিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অত্যান্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।

এছাড়াও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস সহ সকল পাওনা পরিশোধ করতে মালিক বৃন্দের প্রতি অনুরোধ জানান তিনি এবং শ্রমিকদেরকে কুচক্রী মহলের ফাঁদে পড়ে শিল্প কারখানার ক্ষতি সাধন হতে বিরত থাকতে অনুরোধ করেন।অহেতুক গুজবে শ্রমিক অসন্তোষ বা অপ্রীতিকর ঘটনায় জড়িত না হওয়ার আহ্বান জানান।সকল পর্যায়ের মালিক ও শ্রমিকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য আহ্বান জানান।মতবিনিময় সভায় বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে,আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শিল্পাঞ্চল এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস প্রদান করেন।পবিত্র ঈদ- উল-ফিতরে শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সর্বোচ্চ তৎপর থাকবে।

উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার কাজী সাইদুর রহমান সহ আরও বক্তব্য কলকারখানা অধিদপ্তরের ডিআইজি বুলবুল আহম্মেদ,এনভয় টেক্সটাইল লিমিটেডের ডেপুটি প্লান্ট হেড শ্যামা প্রসাদ ঘােষ,পূর্বাশা নিট টেক্স’র ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার আলী হােসাইন, রাের ফ্যাশন লিমিটেডের এমডি মামুনুল ইসলাম,শেফার্ডের জিএম মোকলেসুর রহমান,টিএম টেক্সটাইলের নির্বাহী পরিচালক ফারাবি আহমেদ দুর্জয়, শিল্পাঞ্চল এলাকার বিজিএমইএ, বিকেএমইএ,বিটি এমইয়ের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও নেতৃবৃন্দ,কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ অত্র ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপার সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ফ্যাক্টরীর মালিক ও মালিক প্রতিনিধি,শ্রমিক নেতৃবৃন্দ ও প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!