হোম » সারাদেশ » দাগনভূঞায় জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও ঋণের চেক বিতরন।

দাগনভূঞায় জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও ঋণের চেক বিতরন।

দাগনভূঞা ফেনী প্রতিনিধি: দক্ষ যুব সমৃদ্ধদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল  সোমবার ১ লা নভেম্বর দাগনভূঞা অফিসার্স ক্লাবে জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরন ও সনদপত্র বিতরন অনুষ্ঠিত হয়। যুব দিবসে দাগনভূঞা উপজেলার বিভিন্ন যুবকদের মাঝে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকার চেক বিতরন করা হয় এবং বিভিন্ন বিষয়ে ১০০ জন প্রশিক্ষণাথিদের মাঝে সনদপত্র বিতরন করে।
উক্ত অনুষ্ঠানে দাগনভূঞা উপজেলা নির্বাহি অফিসার নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাগনভূঞা সহকারি কমিশনার ভূমি গাজালা পারভিন রুহী,দাগনভূঁঞা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা ছিদ্দিকি, দাগনভূঁঞা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব রুবায়েত বিন করিম এবং দাগনভূঁঞা থানার সেকেন্ড অফিসার সুমন বড়ুয়া,অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন  কর্মকর্তা সাইফ উদ্দিন আহম্মেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পেয়ার আহম্মদ, দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, সাধারন সম্পাদক আব্দুল মুনাফ পিন্টু, দাগনভূঞা তরুণ সংঘের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইয়ারপুর মহিলা সংঘের সভাপতি রোকসানা আক্তার, জাতীয় পুরস্কার প্রাপ্ত যুবক আকবর হোসেন।  অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিপ্লব বড়ুয়া।
error: Content is protected !!