হোম » সারাদেশ » রায়গঞ্জে পারিবারিক ভাবে বাড়ছে কবুতর পালন

রায়গঞ্জে পারিবারিক ভাবে বাড়ছে কবুতর পালন

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পারিবারিক ভাবে দেশি- বিদেশি উন্নত জাতের কবুতর লালন-পালনে বেশ আগ্রহী দেখা যাচ্ছে শিখ্যিত যুবকদের মাঝে। বাড়িতে অথবা বাসার ছাদে তৈরি করছেন মিনি খামার। উপজেলার ভ্রম্যগাছা ইউনিয়নের কালিয়াবীল গ্রামের শিখ্যিত যুবক মিল্টন হোসাইন এক সময় সখ করে বাসার ছাদে দু’জোড়া কবুতর দিয়ে পালন শুরু করেন। প্রথমে পরিবার থেকে কিছুটা আপত্তি জানালেও এখন তার মিনি খামারে ৯০ জোড়া কবুতর রয়েছে। জানা যায়, উপজেলা প্রাণীসম্পদ হাসপাতাল থেকে বিভিন্ন সময় পরামর্শ নিচ্ছেন এবং সেই মোতাবেক কবুতর পালন করছেন উপজেলার অধিকাংশ শিখ্যিত যুবক।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের অধিকাংশ বাড়িতেই ছোট-বড় সবধরনের খামার রয়েছে। আর এসব খামারে সাধারনত সাদা, সিরাজি, লাহরী, আমেরিকান কবুতর সহ বিভিন্ন জাতের কবুতর পালন করতে দেখা যায়। এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের কলেজ ছাত্র শিহাব, নাহিদুলসহ অনেকেই সখ করে বিভিন্ন প্রজাতির পাখি লালন- পালন করছে। উপজেলার হাটপাঙ্গাসী গ্রামের স্হানীয় বাসিন্দা ও হাটপাঙ্গাসী বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন জানান, মিল্টনকে প্রথমে সখের বশে কয়েকটি কবুতর পালন করতে দেখা গেলেও এখন তার মিনি খামারে অনেক গুলো কবুতর দেখা যাচ্ছে। তার এই সাফল্য দেখে উপজেলার অনেক শিখ্যিত বেকার যুবক কবুতর লালন-পালনে আগ্রহী হচ্ছেন।

error: Content is protected !!