হোম » সারাদেশ » দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ 

দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ 

মোঃআবদুল মুনাফ পিন্টুঃ দাগনভূঞায় রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মসজিদে পবিত্র কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে দাগনভূঞা বাসুদেবপুর গ্রামের নুরে মোহাম্মদিয়া জামে মসজিদে এই কুরআন শরীফ বিতরণ করা হয়।  এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা রিপোর্টার্স ইউনিনিটর সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিনের দাগনভূঞা উপজেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন মালদার, সাধারণ সম্পাদক ও৭ দৈনিক গণমানুষের আওয়াজের দাগনভূঞা প্রতিনিধি মোঃআবদুল মুনাফ পিন্টু, কোষাধ্যক্ষ ও দৈনিক রূপালীদেশ’র ফেনী জেলা প্রতিনিধি দেওয়ান মোঃ ইকবাল,  দপ্তর ও প্রচার সম্পাদক , দৈনিক আমার সময় ও ফেনীর স্টার লাইন পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি   সুমন পাটোয়ারী, মসজিদের ইমাম নূর মোহাম্মদ, মসজিদের মতোয়াল্লী আব্দুর রব প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সার্বিক অর্থায়নে সহায়তা করেন মোঃ আরিফ।  উল্লেখ্য, দাগনভূঞায় অবস্থিত এই মসজিদটিতে আধুনিক ও শৈল্পিক কারুকার্যে নির্মিত। মসজিদের মতোয়াল্লী আব্দুর রব জানান, মিম্বার এর কাজ চলমান প্রক্রিয়ায় ও কিছু অসমাপ্ত কাজ রয়েছে যা আর্থিক সংকটের কারণে থমকে রয়েছে কাজটি। কাজ সমাপ্ত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Loading

error: Content is protected !!