হোম » সারাদেশ » দাগনভূঞায় নিউইয়র্ক ৩০ বছর বই’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত 

দাগনভূঞায় নিউইয়র্ক ৩০ বছর বই’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত 

মোঃআবদুল মুনাফ পিন্টুঃ ফেনীর দাগনভূইয়া হোটেল রেডিসনে নিউইয়র্কে ৩০ বছর, শহীদ উল্লাহ কাইছারের বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি  আজাদ মালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  দাগনভূইয়া উপজেলা পরিষদ  চেয়ারম্যান দিদারুল কবির রতন।  বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও দিশারি সংগঠনের সাধারণ সম্পাদক খায়েজ আহমেদ,
দৈনিক  ফেনীর সময় সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সাবেক প্যানল মেয়র নজির আহাম্মদ। নাসিমুল নাদিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বইয়ের সম্পাদক রেজাউল হক হেলাল (কবি হেলাল)। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দাগনভূইয়া প্রেসক্লাব সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, সাবেক সভাপতি এম এ তাহের পন্ডিত, সমাজসেবক হাজি আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান হিরো ও মফিজুর রহমান, জেএসডির  উপজেলা সভাপতি কামাল উদ্দিন ভুঁইয়া,
বিশিষ্ট  রাজনৈতিক ব্যক্তিত্ব মনসুর আহমেদ, দাগনভূইয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মােয়াজ্জেম হােসেন মালদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সাংবাদিক শহীদ  উল্লাহর জীবনী নিয়ে ব্যাপক আলোচনা, তাঁর কর্মময় জীবনের  ত্যাগ,সংগ্রাম, আন্তরিকতার জন্য শুকরিয়া ও কৃতজ্ঞতা জানান । শুরুতেই প্রধান অতিথিসহ সকলে বইটির মোড়ক উন্মোচন করেন।
error: Content is protected !!