হোম » সারাদেশ » বোরহানউদ্দিনে সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ

বোরহানউদ্দিনে সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ

জেএম.মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (২৫ মে)  দাতা সংস্থা  অ্যাম্বাসি অব সুইডেন ও এমজেএফ  অর্থায়ন ও সহযোগিতায় বেসরকারি উন্নয়ন  সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন  প্রধান অতিথি  গংগাপুর ইউনিয়ের চেয়ারম্যান রেজাউল করিম রিয়াজ।
প্রশিক্ষণে  ওই  ইউনিয়ন জনপ্রতিনিধিগন ও প্রশাসনিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এতে প্রশিক্ষণ প্রদান করছেন প্রকল্প সমন্বয়কারী মো.  বাবুল আখতার। প্রশিক্ষণে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি ও উন্নয়নের কার্যকারিতা এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে গণশুনানির উপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় আরো ছিলেন সাংবাদিক হারুন অর রশিদ, মনিরুজ্জামান, কালাম বদ্দার ও আব্দুর রশিদ প্রমুখ।

Loading

error: Content is protected !!