হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় তীর-ধনুক প্রতীকে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন সুমি

আলফাডাঙ্গায় তীর-ধনুক প্রতীকে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন সুমি

Oplus_0

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন ৫ জুন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ফরিদপুরের আলফাডাঙ্গায় তীর-ধনুক প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শারমিন আফরোজ সুমি। 
প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় কর্মীসমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। নারী অধিকার নিশ্চিত করতে তীর-ধনুক প্রতীকে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করছেন। সেইসাথে নারীদের অর্থনৈতিক উন্নয়নসহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
খোঁজ নিয়ে জানা যায়, শারমিন আফরোজ সুমি আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের মো. ইমরান হোসেনের সহধর্মিণী। ইমরান হোসেন রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক এবং আলফাডাঙ্গা উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও শারমিন আফরোজ সুমি আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সংরক্ষিত সদস্য, বারবার নির্বাচিত নারী ইউপি সদস্য সৈয়দা মর্জিনা বেগমের পুত্রবধূ।
উচ্চ শিক্ষিতা শারমিন আফরোজ সুমি স্নাতক সম্পন্ন করেছেন। তার পিতা মহান স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনের একজন সৈনিক। ব্যক্তি জীবনেও শারমিন আফরোজ সুমি একজন প্রতিবাদী ও নির্ভীক সমাজসেবিকা। ২০২৩ সালে বেগম রোকেয়া দিবস ও জয়িতাদের সন্মাননা পদক প্রদান অনুষ্ঠানে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে আলফাডাঙ্গা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সন্মাননা পদকে ভূষিত হয়েছেন তিনি।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শারমিন আফরোজ সুমি জানান, ‘উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারের উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের (ভোটারদের) সহযোগিতা চাই।’

Loading

error: Content is protected !!