হোম » সারাদেশ » নকলা-নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

নকলা-নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ২১ মে (মঙ্গলবার) শেরপুরের নকলা-নালিতাবাড়ী উপজেলায় ১৬২ টি কেন্দ্রে সকাল ৮টা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ৷পরে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয় ৷

নকলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ ,কে,এম, মাহবুবুল আলম সোহাগ এবং ভাইস চেয়ারম্যান পদে আবু হামযা কনক ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে লাকী আক্তার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ,কে,এম, মাহবুবুল আলম সোহাগ, দোয়াত-কলম প্রতীকে ২০ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোকশেদুল হক শিবলু, কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ২১৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্র লীগের আহবায়ক আবু হামযা কনক চশমা প্রতীকে ৩১ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু পেয়েছেন ২৭ হাজার ১৪২ ভোট।

চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম জিন্নাহ, আনারস প্রতীকে ১৬ হাজার ১০৭ ভোট; উপজেলা পরিষদের দুই বারের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, ঘোড়া প্রতীকে ১৩ হাজার ১৬ ভোট ও উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন, মোটর সাইকেল প্রতীকে ১১ হাজার ৬৯৫ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মামুন হোসেন, উড়োজাহাজ প্রতীকে ১১ হাজার ২৫৭ ভোট; ৭নং টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আকন্দ, তালা প্রতীকে ৫ হাজার ৪৫১ ভোট; উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম, টিউবওয়েল প্রতীকে ৪ হাজার ৫৬১ ভোট পেয়েছেন৷ মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে ৬১ হাজার ২৬৯ ভোট পেয়ে লাকী আক্তার বিজয়ী হয়েছেন।

অপরদিকে নালিতাবাড়ী উপজেলাতে নির্বাচিত হয়েছেন যারা-চেয়ারম্যান পদে হাজী মোঃ মোশারফ হোসেন ঘোড়া প্রতীকে ৬১ হাজার ৭৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মোকছেদুর রহমান লেবু আনারস প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৮০৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ শেখ ফরিদ টিউবওয়েল ৩৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেদী হাসান রাজন চশমা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ২৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আশুরা বেগম কলস মার্কা প্রতীকে ৬৮ হাজার ৮৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নহেলিকা দিব্রা ফুটবল মার্কা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২৫৮ ভোট।

উল্লেখ্য দুই উপজেলাতে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ১৮ হাজার ৯১২ ৷

Loading

error: Content is protected !!