হোম » সারাদেশ » গাইবান্ধার তিন উপজেলা পরিষদে চেয়ারম্যান  নির্বাচিত হলেন যারা

গাইবান্ধার তিন উপজেলা পরিষদে চেয়ারম্যান  নির্বাচিত হলেন যারা

শাহজাহান সিরাজ : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন মঙ্গলবার ব্যালট পেপারের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার দেওয়ান মওদুদ আহমেদ সুত্রে প্রাপ্ত বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যারা তারা হচ্ছেন-
গাইবান্ধা সদর উপজেলা পরিষদে আমিনুর জামান রিংকু (দোয়াত-কলম) ৫৪ হাজার ৭৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. ইস্তেকুর রহমান সরকার (কাপ-পিরিচ) পেয়েছেন ৪৮ হাজর ৯৪৪ ভোট।
এছাড়া পলাশবাড়ী উপজেলা পরিষদে একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ (মোটর সাইকেল) ১৯ হাজার ৫৯৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৌহিদুল ইসলাম (দোয়াত-কলম) পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট।
​অপরদিকে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদে শাকিল আকন্দ বুলবুল (আনারস) ৯১ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল লতিফ প্রধান (মোটর সাইকেল) পেয়েছেন ৮২ হাজার ৪৫ ভোট।

Loading

error: Content is protected !!