হোম » সারাদেশ » শেরপুরে লাইসেন্সবিহীন ৬ ডায়াগনস্টিক সেন্টার ও ২ হাসপাতাল বন্ধ ঘোষণা 

শেরপুরে লাইসেন্সবিহীন ৬ ডায়াগনস্টিক সেন্টার ও ২ হাসপাতাল বন্ধ ঘোষণা 

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে লাইসেন্স না থাকায় ৬টি ডায়াগনস্টিক সেন্টার ও লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং ডাক্তার না থাকায় ২টি প্রাইভেট হাসপাতাল বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আজ বিকেলে জেলা সিভিল সার্জন অফিস থেকে শহরের নারায়নপুর ও বটতলা এলাকার লাইসেন্সবিহীন জনতা ডায়াগনস্টিক সেন্টার, হযরত শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার, সরকার ডায়াগনস্টিক সেন্টার, শ্যামল ডায়াগনস্টিক সেন্টার, মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার ও মারিয়া নার্সিং হোম এবং নিয়মিত ডাক্তার না থাকায় সততা হাসপাতাল ও ডায়াগনস্টিক এবং নিরাপদ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে তাদের কার্যক্রম বন্ধ রাখার জন্য পত্র প্রেরণ করেছে।
সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য বলেন, আজ জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনের সময় উল্লেখিত অনিয়ম ধরা পড়ায় এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

Loading

error: Content is protected !!