হোম » অন্যান্য বিভাগ » পথিক ক্লান্ত

পথিক ক্লান্ত

পথিক ক্লান্ত
মোঃ লিখন ইসলাম
——————–
আজ পথিক ক্লান্ত
তবু নির্ঘুম চোখে
পৃথিবীসম স্বপ্ন দেখে
কখন মানুষ কবরে
তার আদরের সোনামণিদের।
দারিদ্রতার লাটাইয়ে বাধা জিবন
খাদ্যের সন্ধানে দিক বিদেক ঘুরে
কখনো রৌদ্র, কখনো প্রবাল হাওয়া
তার জিবনকে করে অতিষ্ঠ।
দু,মুঠো ভাতের সন্ধানে
সোনামণিদের মায়ার বন্ধনে
তবু স্বপ্ন দেখে ছন্দে ছন্দে
ক্লান্তি সব যায় উড়িয়ে
তার স্বপ্নঘেরা চোখের ক্রন্দনে।

Loading

error: Content is protected !!