হোম » অন্যান্য বিভাগ » কর্মসূচিতে বাধা নেই, সন্ত্রাস করলে কঠোর সাজা: প্রধানমন্ত্রী

কর্মসূচিতে বাধা নেই, সন্ত্রাস করলে কঠোর সাজা: প্রধানমন্ত্রী

আওয়াজ অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ও জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না, কিন্তু অতীতের মতো কোনো ধ্বংস ও সন্ত্রাস করলে কঠোর সাজা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার দুপুরে গণভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এদিন আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ নির্মাণ এবং বর্তমান রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের আওতায় নবনির্মিত ৭২ কিলোমিটার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘জনগণকে বলব, সন্ত্রাসী বিএনপি জামায়াতের হাত থেকে যেন নিজেদের রক্ষা করে, কারণ তারা ধ্বংস করতে জানে, এরা সৃষ্টি করতে জানে না, এরা ধ্বংস করতে জানে, এরা কিছু দিতে জানে না।’

তিনি বলেন, এরা নিজেদের আখের গোছাতে জানে, লুটপাট করতে জানে, দুর্নীতি করতে পারে, মানিলন্ডারিং করতে পারে। আর কিছুই জানে না। তাদের কাছ থেকে যেন দেশবাসী রক্ষা পায়।

‘তারা আবার যদি রেলে আগুন দেয়, গাড়িতে আগুন দেয় বা মানুষের ক্ষতি সাধান করে, তারা কিন্তু ছাড়া পাবে না। আজকাল সব যায়গায় আমদের ক্যামেরা থাকবে। মানুষের ক্ষতি করলে তাদের উপযুক্ত শাস্তি দেয়া হবে।’

এ সময় সবাইকে সচেতন থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।

error: Content is protected !!