হোম » প্রধান সংবাদ » ৭৭ দিনেও উপাচার্য নিয়োগ পায়নি হাবিপ্রবি

৭৭ দিনেও উপাচার্য নিয়োগ পায়নি হাবিপ্রবি

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৬ষ্ঠ উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম’র মেয়াদ শেষ হয় গত ৩১শে জানুয়ারি।মেয়াদ শেষের ৭৭ দিন পেরিয়ে গেলেও উপাচার্য পায়নি বিশ্ববিদ্যালয়টি। রুটিন দায়িত্ব প্রাপ্ত উপাচার্য দিয়ে খুরিয়ে চলছে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল করে উপাচার্য নির্বাচন করা হয়ে থাকলেও হাজী মোহাম্মদ দানেশ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকার থেকেই নিয়োগ দেওয়া হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাখা থেকে জানা যায়, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মু. আবুল কাসেম’কে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ দেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গত ৩১ জানুয়ারি তাঁর মেয়াদ শেষ হয়। তবে মেয়াদ শেষ হওয়ার ১৯ দিন আগেই ছাত্রলীগের
আন্দোলনের মুখে ভোররাতে স্বস্ত্রীক ক্যাম্পাস ত্যাগ করেন উপাচার্য। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারকে রুটিন দায়িত্ব পালনের কথা জানিয়ে চিঠি দেন। কিন্তু ২ ফেব্রুয়ারি আদেশ অনুসারে রুটিন দায়িত্বও শেষ হয়ে যায়। এরপর শিক্ষা মন্ত্রণালয় ২২শে ফেব্রুয়ারি’২১ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ’কে স্থায়ী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত রুটিন দায়িত্ব পালনের অফিস আদেশ জারি করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ আগ থেকেই বিশ্ববিদ্যালয়ের গ্রেট-১ পদমর্যাদার শিক্ষক উপাচার্য নিযুক্তের জন্য জোর তদারকি চালিয়ে
যাচ্ছে। রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য নিয়োগ হলেও একজন উপাচার্য যে কার্যসম্পাদন করতে পারে সে  কার্যক্রম একজন রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য করতে পারে না।নিদিষ্ট সীমাবদ্ধ থেকে উপাচার্যের কার্যক্রম চালিয়ে নিতে হয় রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্যকে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট দপ্তরকে অতিদ্রুত উপাচার্য নিযুক্তের বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।এদিকে
উপাচার্য না থাকায় অর্থ সংক্রান্ত অনুমোদন, শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কার্যক্রমও বন্ধ হয়ে রয়েছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব প্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার জানান, বিশ্ববিদ্যালয়ের সকল কাজ সচল রাখতে স্থায়ী উপাচার্য নিযুক্ত জরুরি। আমিও চাই অতিদ্রুত স্থায়ী উপাচার্য নিযুক্ত করা হোক।
error: Content is protected !!