হোম » প্রধান সংবাদ » জামালপুর পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ 

জামালপুর পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ 

রবিউল হাসান লায়ন,জামালপুর:জামালপুর পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  শুক্রবার (১২ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জামালপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৩জন, পুরুষ কাউন্সিলর ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৩জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে জামালপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর পদে রাজীব সিংহ সাহা বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।  জামালপুর জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা গোলাম মোস্তফা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।  এসময় সদর উপজেলা নির্বাচন অফিসার মাহামুদুল আলমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা চালিয়েছেন।
আগামী ২৮ ফেব্রুয়ারি জামালপুর পৌর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  ভোটগ্রহণের ৩২ ঘন্টা আগে প্রত্যেক প্রার্থীকে প্রচারণা বন্ধ রাখতে হবে।  এবারের নির্বাচনে ১২টি ওয়ার্ডে ৪২টি ভোট কেন্দ্র ও ৩৪১টি বুথে ১ লাখ ৮ হাজার ৭২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  জামালপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু নৌকা প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন ধানের শীষ প্রতীক ও ইসলামী আন্দোলনের মুফতি মোস্তফা কামাল হাত পাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এছাড়া প্রতিটি ওয়ার্ডের পুরুষ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরা নির্বাচনী গেজেটের অর্ন্তভুক্ত বিভিন্ন প্রতীক বরাদ্দ পেয়েছেন।  ওয়ার্ড কাউন্সিলর পদে একের অধিক প্রার্থীরা একই প্রতীক বরাদ্দ চাহিদা দেখালে তাদেরকে পৌর নির্বাচন আইন অনুযায়ী লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
error: Content is protected !!