হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ইকরামুল হক,মেয়র নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ইকরামুল হক,মেয়র নির্বাচিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক ৯ হাজার ১৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী কাশিরুল ইসলাম ভোট পেয়েছেন ২ হাজার ৭৯০,বিএনপি র রেজাউল করিম রাজা  পেয়েছেন ২৭১৪,এর আগে সকাল ৮টা থেকে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়।
সোমবার রাতে পীরগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ পৌরসভায় মোট ২১ হাজার ১৭৯জন ভোটার ভোটার। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৪৭জন আর মহিলা ১০ হাজার ৬৩২জন। নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীর বাইরেও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া ৯টি ওয়ার্ডের জন্য কাউন্সিলর পদে ৩২জন এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
error: Content is protected !!