হোম » সারাদেশ » গাইবান্ধায় শীত জেঁকে বসেছে

গাইবান্ধায় শীত জেঁকে বসেছে

শাহজাহান সিরাজ: গাইবান্ধায় প্রতিদিন তাপমাত্রা কমে আসছে। চলতি বছরের মঙ্গলবার (২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এই শীত বাড়ার সাথে সাথে বাড়ছে, শীতজনিত বিভিন্ন রোগীর সংখ্যা। গাইবান্ধা জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকগুলোতে শীত জনিত রোগ নিয়ে শিশু ও বয়স্ক রোগীরা ভর্তি হচ্ছেন। এদের মধ্যে সর্দি-কাশি জ্বর ও এজমা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।
অপরদিকে ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘট নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষেরা তাদের গবাদি পশু নিয়ে এই শীতে সবথেকে বেশি সমস্যায় পড়েছে। হিমেল হাওয়া আর মৃদু শৈত্য প্রবাহে গবাদি পশুগুলোকে পুরনো কাঁথা কম্বল চটের বস্তা দিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।

Loading

error: Content is protected !!