হোম » Uncategorized » গাইবান্ধায় ধানের বীজ তলায় বিষ প্রয়োগের দাবি ভুক্তভোগীর

গাইবান্ধায় ধানের বীজ তলায় বিষ প্রয়োগের দাবি ভুক্তভোগীর

গাইবান্ধা প্রতিনিধি: কৃষক ফয়জার রহমান ও খয়বর রহমানের প্রায় ১৫ বিঘা জমিতে রোপণের জন্য বীজতলায় প্রতিপক্ষ মৃত সইরুদ্দিনের পুত্র সবুজ, সুজন, সুজা ও মৃত ইউনুস আলীর পুত্র আকাব্বর, দুলু, গোলাপ উদ্দীনের পুত্র শাহানীল গংরা রাতের আঁধারে ঘাস মারা বিষ প্রয়োগ করে ধানের বীজ তলা নষ্ট করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।
ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের উত্তর গিদারি ডোবারবাতা গ্রামে।
পুড়ে যাওয়া ওই ধানের বীজ তলায় সরজমিনে গেলে ভুক্তভোগী মৃত পমির উদ্দিনের পুত্র ফয়জার রহমান জানান, এর আগেও গত ইরি মৌসুমেও ৭০ শতক জমির ধান বিষ প্রয়োগ করে নষ্ট করেছেন অভিযুক্ত সবুজ গংরা।
গতবারের সেই ঘটনার পরে এলাকাবাসীকে জানিয়েছি, চেয়ারম্যানকেও জানিয়েছি। কিন্তু কিছুই হয়নি। সেজন্য এবার তারা গাইবান্ধার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ ও অপরাধীদের দ্রুত বিচার দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত সুজা মিয়া বলেন, ধানের বীজ তলায় বিষ প্রয়োগের সাথে আমরা জড়িত নই। এ ব্যাপারে কিছুই জানিনা।
অপরদিকে গিদারি ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু বলেন, আমি ক্ষতিগ্রস্ত ওই বীজতলাটি দেখেছি। তবে কারা এই বিষ দিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। ধরতে পারলে অপরাধীদের শক্ত বিচার করব।

Loading

error: Content is protected !!